৩ রাজ্য হারার পর রাহুল গাঁধী নার্সারির শিশু মন্তব্য এই কংগ্রেস নেতার..
সুপ্রভাত ডিজিটাল: রাহুল গাঁধী নার্সারির শিশু মন্তব্য করলেন কংগ্রেস এর প্রবীন নেতা। প্রায় দুই দশক কংগ্রেসে ছিলেন এবং কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন তিনি কিন্তু পরে তিনি বিজেপিতে যোগ দেন ২০১৫-তে।
তিনি আর কেউনা তিনি হলেন বর্তমানে অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আজ তিনি এক মন্তব্য করেন তিনি বলেন বিজেপি সভাপতি অমিত শাহ স্নাতকোত্তরের ছাত্র। আর কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী নার্সারির ছাত্র।
এই মন্তবের পর বর্তমান রাজনীতি খুব গরম গয়ে যায়।র আগেও হিমন্ত রাহুলের কাজ করার পদ্ধতির কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, কংগ্রেস সভাপতি আদৌ দায়িত্বশীল রাজনীতিবিদ নন। তিনি কংগ্রেস পার্টিকে উন্নতির পথে না নিয়ে গিয়ে অবনতির পথে নিয়ে যাচ্ছেন।
Comments
Post a Comment