অন্তঃসত্ত্বার পেটে লাথি মেরে পলাতক এই সিপিএম নেতা,দেখুন চাঞ্চলকর তথ্যটি..


রাজনীতির চরম সীমায় চলে গেছে এই রাজনৈতিক দলটি,মত্ত অবস্থায় অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারার অভিযোগ কেরলের এক সিপিএম নেতার বিরুদ্ধে।ঘটনার পর পুলিস এক জনকে গ্রেফতার করে কিন্তু মূল অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারিনি পুলিস। 


এরপর রক্তপাত শুরু হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপতালে ভর্তি করে সাধারণ মানুস। কিন্তু মহিলাকে বাচানো গেলেও অন্তঃসত্ত্বাকে বাচাতে পারিনি হাসপতাল কর্তিপক্ষ।আসল ঘটনটি হলো প্রতিবেশীদের সঙ্গে তাঁদের ঝামেলা শুরু হয় এবং ওই ঝামেলার সময় মহিলার স্বামীকে অপমান করতে দেখে সে পতিবাদের জন্য সেখানে হাজির হয় ও ঠিক সেই সময় সিপিএম নেতা ওই মহিলার পেটে লাথি মারেন বলে অভিযোগ।

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

ফিরহাদ হাকিম করলেন দেশের অপমান! POK ও অক্সাই চীনকে বাদ দেওয়া ভারতের মানচিত্রকে করলেন প্রমোট

ওমর আবদুল্লাহর নতুন ছবি দেখে দুঃখ পেলেন মমতা ব্যানার্জী! বললেন গণতান্ত্রিক দেশে এ কি অবস্থা