কেন মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে চিন্তায় ভারতের সেনাপ্রধান? পড়ুন চাঞ্চলকর তথ্যটি..



সুপ্রভাত ডিজিটাল: ভারতের সেনাপ্রধান তার এক বক্তবে তিনি যানান অসমের বিভিন্ন জেলায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাদের কাজ হলো এলাকা দখল করে ছায়াযুদ্ধ করা। তিনি বলতে চেয়েছেন যে অনুপ্রবেশকারীর সংখ্যা বৃদ্ধিতে এআইইউডিএফের জনপ্রিয়তা বাড়ছে।


কারণ এরা ভারতীয় নয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা মানুস, তিনি বলেন আমি কোনো রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশে কিছু মন্তব্য করিনা।কিন্তু এই মন্তব্য এর বিরোধিতা করেন আসাউদ্দিন ওয়াইসি, তিনি টুইটারে রাজনৈতিক বিষয় হস্তক্ষেপ করা উচিত নয় সেনাপ্রধানের সংবিধান ও গণতান্ত্রিকভাবে উত্থান ঘটতেই পারে রাজনৈতিক দলের ওনার নয়।




Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

ফিরহাদ হাকিম করলেন দেশের অপমান! POK ও অক্সাই চীনকে বাদ দেওয়া ভারতের মানচিত্রকে করলেন প্রমোট

ওমর আবদুল্লাহর নতুন ছবি দেখে দুঃখ পেলেন মমতা ব্যানার্জী! বললেন গণতান্ত্রিক দেশে এ কি অবস্থা