বিদেশে ভারতীয় মা ছেলের লাশ নিয়ে আটকে পড়েছিলেন, তারপর সুষমা স্বরাজ যা করলেন শুনলে..।

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ যে কতটা মমতাময়ী তা প্রত্যেক ভারতবাসীর জানা।  এই দয়ালু মনোভাবের জন্য উনাকে সবাই জানে। সম্প্রতি আবারও তিনি তাঁর দয়ালু মনোভাবের পরিচয় দিলেন।আসলে এক ভারতীয় মহিলা অস্ট্রেলিয়া থেকে ভারতে আসছিলেন,কিন্তু  KLIA এয়ারপোর্টে উনার ছেলের আচমকা মৃত্যু হয়।সেইমতো অবস্থায় এক ব্যাক্তি ওই মহিলার সাহায্যের জন্য সুষমা স্বরাজকে টুইট করে জানান যে মহিলা খুব অসহায়,উনি কিভাবে উনার ছেলের দেহ ভারতে নিয়ে যাবেন জানেন না।উনাকে একটু সাহায্য করুন।টুইট পেয়ে সুষমা স্বরাজ ওই এয়ারপোর্টে অবস্থিত ভারতীয় এমব্যাসির দ্বারা সাহায্যের আশ্বাস দেন এবং জানান ইন্ডিয়ান হাই কমিশন এই ব্যাপারে উনাকে সাহায্য করবেন।সুষমা স্বরাজজি ওই মহিলাকে টুইটের মাধমে ছেলের মৃত্যুর জন্য সমবেদনাও জানান।

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

ফিরহাদ হাকিম করলেন দেশের অপমান! POK ও অক্সাই চীনকে বাদ দেওয়া ভারতের মানচিত্রকে করলেন প্রমোট

ওমর আবদুল্লাহর নতুন ছবি দেখে দুঃখ পেলেন মমতা ব্যানার্জী! বললেন গণতান্ত্রিক দেশে এ কি অবস্থা