ফের সেঞ্চুরি গুজরাটে নিঃশর্ত অসম্ভবকে সম্ভব করলো মোদী ম্যাজিক তারপর..

গুজরাতে বিজেপি ১০০ সংখ্যায় পৌঁছল। মোদী  ম্যাজিক এর পর এখুন নির্দল বিধায়কও বিজেপিকে সমর্থন করছে, ধানসভা নির্বাচনে জয়ী হয়ে টানা ষষ্ঠবার সরকার গড়তে চলেছে বিজেপি।

 কিন্তু এবার বিজেপির আসন সংখ্যা কমে দুই সংখ্যায় পৌঁছেছে,১৮২ সদস্যের বিধানসভায় ৯৯ আসন পেয়েছে বিজেপি। কিন্তু এবার এক নির্দল বিধায়কের সমর্থন নিয়ে ১০০ বিধায়কের সমর্থন পাচ্ছে তারা। মধ্য গুজরাত থেকে নির্বাচিত নির্দল বিধায়ক রতনসিন রাঠোড় বিজেপিকে নিঃশর্ত সমর্থনের কথা জানিয়েছেন। তাঁকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল।কংগ্রেস তাঁকে প্রার্থী না করায় তিনি নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াই করেছিলেন রাঠোড়।গুজরাতে সরকার গঠনের ম্যাজিক সংখ্যা ৯২। এক্ষেত্রে ১০০ আসন মানে মনস্তাত্ত্বিক দিক থেকে কিছুটা এগিয়ে থাকা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্যে এবার বিজেপি ৯৯ আসনে জয়ী হয়েছিল।

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

ফিরহাদ হাকিম করলেন দেশের অপমান! POK ও অক্সাই চীনকে বাদ দেওয়া ভারতের মানচিত্রকে করলেন প্রমোট

ওমর আবদুল্লাহর নতুন ছবি দেখে দুঃখ পেলেন মমতা ব্যানার্জী! বললেন গণতান্ত্রিক দেশে এ কি অবস্থা