২০১৪ কিছু গোপন শক্তি প্রধানমন্ত্রী মোদীর যা এখুনও অজানা..

কিন্তু এর মধ্যে জড়িয়ে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও,কিন্তু কি করে তার আসল কারণ আপনি যদি মন দিয়ে দেখেন এই ছবিটি তাহলে বুজতে পারবেন প্রধানমন্ত্রী মোদীর ক্ষমতা।কিছু তথ্য এর মধ্যে দিয়ে জানা গেছে যে এই ছবিতে যে সময় এর কথা বলা হয়েছে সেই সময় মোদীর সেই ২০১৪ এর নির্বাচন জেতার ক্ষমতা ও তার ফলে ভারত এক শক্তিশালী প্রধানমন্ত্রী পেয়েছিল যার ফলে জঙ্গি সংগঠন গুলির ও ভয় হয়েছিল। ছবির গল্প একটি সত্যি ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। ২০১৪ সালে ৪৬ জন নার্সকে অপহরণ করে নিয়ে যায় আইএসআইএস জঙ্গি সংগঠন। ছবিতে ইরাকের সেই ঘটনাকেই তুলে ধরা হয়েছে। ছবিতে দেখানো হয়, এই নার্সদের মধ্যে ২৫ জন ভারতীয় ও ১৫ জন পাকিস্তানি নার্স রয়েছেন।২০১২ সালে ' এক থা টাইগার' যেখানে শেষ হয়েছে সেখান থেকেই ২০১৭ -তে শুরু হয়েছে 'টাইগার জিন্দা হ্যায়'-এর গল্প। এই ছবির মূল আকর্ষণ অবশ্যই সলমান খান।

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

ফিরহাদ হাকিম করলেন দেশের অপমান! POK ও অক্সাই চীনকে বাদ দেওয়া ভারতের মানচিত্রকে করলেন প্রমোট

ওমর আবদুল্লাহর নতুন ছবি দেখে দুঃখ পেলেন মমতা ব্যানার্জী! বললেন গণতান্ত্রিক দেশে এ কি অবস্থা