দেখুন নতুন যুগলবন্দী মমতা - অখিলেশ, জল কত দূর গড়াবে জানুন এই তথ্যে..

বিজেপি  যে হারে বাঙ্গালায় বাড়ছে সেই দিক মাথায় রেখে বর্তমান সরকার বিজেপি বিরোধী পার্টি গুলির সাথে যোগ সাধন করছে মমতা সরকার, এ দিন বিকেল সাড়ে ৪টে নাগাদ দলীয় সাংসদ কিরণময় নন্দকে সঙ্গে নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে যান অখিলেশ।বিজেপি বিরোধিতার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন বলে জানালেন সমাজবাদী পার্টির সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। শনিবার মমতার কালীঘাটের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করার পরে তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষ এবং কৃষকদের পাশে আছেন। তিনি ধর্মনিরপেক্ষ নেত্রী। বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষতার লড়াইয়ে আমরা নিশ্চয়ই তাঁর সঙ্গে থাকব।কলকাতার মহাজাতি সদনে এ দিন দলের রাজ্য সম্মেলনে যোগ দিয়ে অখিলেশ দেশ থেকে বিজেপি হঠানোর ডাক দেন।উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহও এ দিন কলকাতায় এসেছিলেন ব্যক্তিগত একটি অনুষ্ঠানে যোগ দিতে। তার ফাঁকে তিনি বলেন, ‘‘আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিতে চাই, অখিলেশের সঙ্গে জোট করবেন না। করলে ওঁর অবস্থা হবে কংগ্রেসের মতো, যারা অখিলেশের সঙ্গে জোট করে উত্তরপ্রদেশে লড়েছিল।’’

 তাঁর বক্তব্য, বিজেপি সাম্প্রদায়িক এবং ভয়ঙ্কর মিথ্যাবাদী দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কালো টাকা দেশে ফেরাবেন। কিন্তু নোট বাতিলের পর এক বছরেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও কালো টাকা ফেরত আসেনি! সুতরাং, এমন দলকে এক বিন্দুও এগোতে দেওয়া যাবে না। এই প্রেক্ষিতেই অখিলেশ বলেন, ‘‘ধর্মনিরপেক্ষতার কোনও লড়াইকেই আমরা দুর্বল হতে দেব না। দিদিকে সমর্থন দিতে গেলে পশ্চিমবঙ্গে যদি আমাদের দল না-ও বাড়ে, তা-ও ওঁকেই সমর্থন দেব। ধর্মনিরপেক্ষতার জন্য সংগ্রামের রাস্তাই দেশকে বাঁচানোর রাস্তা।আপনি সব সময় কৃষক ও গরিব মানুষদের পাশে থাকেন। তাই আপনার এই ধর্ম নিরপেক্ষতার এই লড়াইয়ে আমি আপনার পাশে আছি।"




Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

ফিরহাদ হাকিম করলেন দেশের অপমান! POK ও অক্সাই চীনকে বাদ দেওয়া ভারতের মানচিত্রকে করলেন প্রমোট

ওমর আবদুল্লাহর নতুন ছবি দেখে দুঃখ পেলেন মমতা ব্যানার্জী! বললেন গণতান্ত্রিক দেশে এ কি অবস্থা