সেনাকে যোগ্য সম্মান দিতে মোদি সরকার নিলো এক বড় সিদ্ধান্ত ,জানলে খুশি হবেন |
সেনা জওয়ানদের জীবনে সংগ্রামের কথা সবার জানা।প্রতিটি মুহূর্তই তাদের কাটাতে হয় জীবনের সাথে লড়াই করে।দেশের এই মহান বীরদের লড়াইকে সন্মান জানানোর এবার জওয়ানদের ভাতা দ্বিগুন বাড়ালো কেন্দ্র।পতিরক্ষা মন্ত্রকের মতে এতে জওয়ানদের কিছুটা হলেও উৎসাহ বাড়বে।বহুদিন থেকেই এর দাবি জানিয়েছিল সাধারণমানুষ।পতিরক্ষা মন্ত্রকের থেকে জানা গিয়েছে, এখন সিয়াচেনের সেন অফিসারদের প্রতিমাসে ভাতা ২১,০০০ টাকা এবং জুনিয়র অফিসারদের ভাতা ১৪,০০০ টাকা দেওয়া হয় ।এবার থেকে সেই ভাতা বাড়িয়ে অফিসারদের ভাতা ৪২,০০০ টাকা এবং জুনিয়র অফিসারদের ভাতা ৩০,০০০ টাকা দেওয়া হবে।এছাড়ও নৌবাহিনী অফিসার ভাতা বাড়িয়ে ৪২,০০০ টাকা করা হয়েছে এবং জুনিয়র নৌঅফিসার দের ৩০,০০০ করা হয়েছে।যা আগে ছিল যথাক্রমে ২১,০০০ এবং ১৪,০০০ টাকা।সাবমেরিনের সমস্ত অফিসারদের ভাতা বাড়িয়ে ২৫,০০০ টাকা এবং নাবিকদের ১৭৫০০ টাকা দেওয়া হবে।এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যেসব অঞ্চল জওয়ানদের জন্য খুবই রিস্কই এবং চ্যালেঞ্জের সেখানে পোস্টিং থাকা সেনাদের ভাতা ১৬৮০০ থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হবে।কেন্দ্রর এই সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ।অনেকে বলেছেন এই সিদ্ধান্ত খুবই ভালো সিদ্ধান্ত কারণ যারা দেশের জন্য নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন করতে পারে তাঁদের কথা অব্যশই সরকার এবং দেশের মানুষের ভাবা দরকার।
Comments
Post a Comment