ফাইল খুলে মুকুল ফাঁস করলেন এমন কিছু , জানলে প্রত্যেক বঙ্গবাসী রেগে লাল হয়ে যাবে ! শেয়ার করে দেখান..
ডেস্ক:আজ বিজেপি সমাবেশ থেকে চাঞ্চল্যকর বক্তিতা দিলেন মুকুল রায়।মুকুল রায় বলেন,'কোনো কলেজ পড়ানোর রেকর্ড নেই,তিনি আজ কলকাতা বিশ্ববিদ্যলয় উপাচার্য।'বাংলায় কোনো শিল্প আসেনি বলেও আক্রমণ করেন রাজ্য সরকারকে তিনি।মুকুল রায় আজ নিজের তৃণমূল ছাড়ার প্রসঙ্গে বলেন, ‘প্রথম কারণ, যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার একটাও পূরণ করতে পারিনি। সেদিন একটা ফাইল দেখিয়েছিলাম। আজ সেটা দেখাব। তৃণমূলের কোনও নেতা বা মন্ত্রী থাকলে জবাব দেবেন।’ ফাইল দেখিয়ে মুকুল বললেন, ‘বিশ্ব বাংলা হল একটা কোম্পানি, যার মালিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।’ বললেন, ‘জাগো বাংলার মালিকের নামও অভিষেক বন্দ্যোপাধ্যায়।সংখ্যা লঘু উন্নয়নের নাম সংখ্যালঘু তোষণ হচ্ছে বলে তোপ মুকুল রায়এর।সারদা প্রসঙ্গেও মুখ খুলেন মুকুল রায়।তিনি সারদাতে হওয়া বৈঠক গুলি নিয়ে বলে চাঞ্চল্য ছড়িয়ে দেন।বক্তব্য শেষে বলেন তৃণমূলে দমবন্ধ হয়ে আসছিল।অনেক ভেবেচিন্তে বিজেপিতে এসেছি।রাহুল সিনহা সংখ্যালঘু তোষণকে নিয়ে কটাক্ষ করে বলেন‘এখানে বিসর্জন করা যাবে না, রামনবমীর মিছিল বের করা যাবে না, শুধু ঈদ পালন করা যাবে, মহরম পালন করা যাবে।’ ‘সারা বাংলা জুড়ে আপনার সব ছবিতে হয় আপনি হিজাব পড়ে আছেন, নয়ত হাত তুলে আল্লাকে ডাকছেন।’ মুখ্যমন্ত্রীকে সরারি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ রাহুল সিনহার।
Comments
Post a Comment