হিন্দু আতংকবাদ -এই ধরণের মন্তব্য করাই কমল হাসান পেল এক ধামাকাদার ধমকি,পড়ুন চাঞ্চল্যকর প্রতিবেদনটি।

ডেস্ক: কিছুদিন আগে কমল হাসান হিন্দুদের নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন।যার পর থেকে হিন্দুত্ববাদী সংগঠন গুলি অগ্নিদ্বগ্ধ হয়ে উঠে।এমনকি মন্তব্য সোনার পর হিন্দুত্ববাদী সংগঠনগুলি কমল হাসানকে গুলিকরে মারারও কথা বলে।অনেক সংগঠনের সমালচনার মুখে পড়ে কোমল হাসান।এরম সময় এক মুসিলম নেতা এগিয়ে এসে কমল হাসানের নিয়ে এমন কথা বলেন যা শুনে কামাল হাসান নিজেও বিস্মিত হবেন।তিনি বলেন,'এটা বলা ঠিক নয় যে হিন্দুদের মধ্যে সন্ত্রাসবাদ নেই,আগে হিন্দুরা হিন্দুত্বের কথা বলতো কিন্তু এখন তাদের মধ্যে হিংসা ছড়িয়ে গেছে।' মুসলিম ইয়ুথ এসোসিয়েসেনের    অধ্যক্ষ আমির রশিদ কমল হাসানের মন্তব্য শোনার পর বলেন যে ,"যদি কেউ কমল হাসানের মুখে কালি লাগাতে পারে তাহলে তাকে আমি ২৫০০০ টাকা পুরস্কার দেব।'তিনি আরো বলেন যে কমল হাসান একজন রাষ্ট্র বিরোধী এবং সে হিন্দু ও মুসলিমদের মধ্যে দ্বন্দ লাগাবার প্রয়াস করছে।


যারা বলে মোদী সরকার কি করেছে,তাঁদের জন্য যোগ্য জবাব।দেখিয়ে দিন তাদের...

ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর কাছের মন্ত্রীদের মধ্যে এক পীযুষ গোয়েল যখন থেকে রেলওয়ের কার্যভার নিয়েছেন তখন থেকে রেলওয়েতে বিভিন্ন পরিবর্তন এসেছে এবং অনেক নতুন ট্রেন চালানো হয়েছে।পীযুষ গোয়েল রেললে আধুনিক প্রযুক্তি দেওয়ার কোথাও বলেছেন।মোদী সরকারের রেলওয়ে কর্তৃপক্ষ দেশকে এই প্রথম 'গোল্ড স্ট্যান্ডার্ড' ট্রেন দিতে চলেছে।রেলওয়েতে ৭০ বছরে এই প্রথম এরম যোজনা তৈরি করা হয়েছে।নতুন প্রজেক্টে ট্রেনের মধ্যে ট্রলি সার্ভিস,মনোরঞ্জনের সুবিধা,অটোমেটিক সিস্টেমের টয়লেটের দরজা,নতুন রং চংএ কোচ থাকবে প্রত্যেক ট্রেনে।ট্রেনের নিরাপত্তার জন্য আরপিএফ জওয়ান দের সাথে সাথে সিসিটিভি ক্যামেরাও লাগানো হবে।দিল্লি-কাঠগুদাম শতাব্দী এক্সপ্রেস এই প্রকল্পের প্রথম ট্রেন হবে বলে জানা গিয়েছে।এই প্রকল্পের জন্য প্রত্যেক ট্রেনে প্রায় ৫০ লক্ষ টাকা করে খরচ করা হবে বলে জানা গেছে।শুধু রেলওয়েতেই নয় মোদী সরকার আরো কিছু যোজনা চালু করেছেন যার জন্য দেশের আমূল পরিবর্তন এসেছে।
১) "উজালা যোজনা" এর কথা সবাই জানে যার অধীনে কম খরচে LED বাল্ব কম খরচে দেওয়া হয়।যাতে বিদ্যুৎ সংরক্ষণ বাড়ে।এই  প্রকল্পের অধীনে প্রায় ৯ কোটি LED বাল্ব এক বছরের মধ্যে বিক্রি হয়।বাজার মূল্য ৩০০ থেকে ৪০০ টাকার বাল্ব ৫০ থেকে ৬০ টাকার মধ্যে পাওয়া যায় এই প্রকল্পের আওতায়। ফলে প্রায় ৫৫০ কোটি টাকার বিদ্যুৎ সংরক্ষণ হয়েছে।এই যোজনার অধীনে বিনামূল্যে গ্যাস পরিষেবাও দেওয়া হয়।
২) মুদ্রা যোজনা: এই যোজনার অধীনে বেকার দের ঋণ দেওয়া হয় এবং সুদের হার খুব কম নেওয়া হয়।এই যোজনার মধ্যে দিয়ে প্রায় ৩ কোটি মানুষ উপকৃত হয়েছেন।

৩)আবাস যোজনা: এই যোজনার অধীনে গরিব মানুষদের পাকা বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হয়।

৩)জনধন যোজনা: জনধন যোজনায় যাদের ব্যাঙ্ক একাউন্ট নেই তাদের শূন্য ব্যালেন্সে ব্যাঙ্ক একাউন্ট খোলার সুযোগ দেওয়া হয়।

৪)শিখাও ওর কামাও যোজনা: এই যোজনার অধীনে পিছিয়ে পড়া সম্প্রদায়দের বিনামূল্যে বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়,এবং ট্রেনিং শেষে তাদের টাকা অর্জনের সুযোগও করে দেওয়া হয়।

৫)জন ঔষধি যোজনা: এই প্রকল্পের আওতায় মানুষ উচ্চ মানের ওষুধ কম দামে পাওয়া যায়।

৬)এএমআরইউটি প্রকল্প: এই প্রকল্পটি ভবিষৎ ভারতের জন্য খুবই উন্নত একটা প্রকল্প যেখানে মোদী সরকার ১০০ টির বেশি স্মার্ট সিটি তৈরির সিদ্বান্ত নিয়েছেন।৪৮০০০ কোটি টাকার একটা বিপুল অংকের টাকা ইতিমধ্যে এই প্রকল্পের জন্য দেওয়া হয়েছে।

এছাড়াও মোদীসরকার মেক ইন ইন্ডিয়া,ওয়ান রাঙ্ক ওয়ান পেনশন,স্মার্ট সিটি,প্রধানমন্ত্রী নয়া মঞ্জিল যোজনা,প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয় যোজনা এর মতো প্রায় ১০০ টি প্রকল্প করেছেন।
 প্রধানমন্ত্রী রেলওয়ের জন্য যে প্রকল্প এনেছেন তা আগেই বলেছি।আগে কোনো সৈনিক শহীদ হলে তার পরিবারকে নাম মাত্র কিছু টাকা দেওয়া হতো যেটা খুবই দুখঃ জনক,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটার পরিবর্তন করেন এবং শহীদের পরিবারকে ৩০ লক্ষ টাকা থেকে শুরু করে ১ কোটি পর্যন্ত টাকা দেওয়া এবং পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার ব্যাবস্থা করেছেন।মোদী সরকার শহীদদের সন্মান দেওয়ার জন্য ৫০০ কোটি টাকা খরচ করে ইন্ডিয়ান গেটে একটা স্মারক  তৈরী করতে চলেছে ।


Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

ফিরহাদ হাকিম করলেন দেশের অপমান! POK ও অক্সাই চীনকে বাদ দেওয়া ভারতের মানচিত্রকে করলেন প্রমোট

ওমর আবদুল্লাহর নতুন ছবি দেখে দুঃখ পেলেন মমতা ব্যানার্জী! বললেন গণতান্ত্রিক দেশে এ কি অবস্থা