যোগিজির এক নতুন পদক্ষেপ।আপনি কি জানেন নতুন পদক্ষেপ সম্পর্কে?


ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একের পর এক ঐতিহাসিক পরিবর্তন করে চলেছেন।বর্তমানে তিনি আরেক যুগান্তিকারী পরিবর্তন আনতে চলেছেন।মাদ্রসা গুলিতে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান ও গণিত বই পড়া বাধ্যতামূলক করতে চলেছেন।অনেকের মতে আজ পর্যন্ত কেউ উত্তরপ্রদেশ রাজ্যে এরম পরিবর্তন করতে সাহস করেনি কারণ ভোটব্যাংক ছিল তাদের কাছে গুরুত্বপূর্ণ।মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রথমে সব মাদ্রাসাকে অনলাইন রেজিস্ট্রি করতে বলেন এবং  বলা হয় যারা এই নির্দেশ মানবে না তাদের বাতিল করা হবে।উত্তরপ্রদেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী লক্ষী নারায়ণ চৌধুরী বলেন, 'উত্তরপ্রদেশ বোর্ড প্রস্তাব অনুযায়ী কাজ করছে,কাজ প্রাথমিক ভাবে শুরু হয়েছে।আমরা ধার্মিক পাঠ্যক্রমকে স্পর্শ করছি না,বরং মাদ্রসার শিক্ষাকে আরো উন্নত ও চাকরিভিত্তিক করার জন্য অতিরিক্ত পরিকল্পনা নেওয়া হয়েছে।'তিনি আরো বলেন যে,'ব্যাপারটা মাদ্রাসা তে গণিত বা বিজ্ঞান বাধ্যতামূলক করা নিয়ে নয়।শিক্ষার এমনভাবে পরিবর্তন করা হচ্ছে যাতে মাদ্রসা গুলি অন্যান্য স্কুলগুলির সাথে প্রতিযোগিতা করতে পারে এবং মাদ্রাসার শিক্ষার্থীরাও মেডিকেল ,ইঞ্জিনিয়ারিং এর মতো পেশার সাথে যুক্ত হতে পারে।'সংখ্যালঘু মন্ত্রণালয় এর মতে এই সিদ্ধান্তের মূল উদ্দেশ মাদ্রসার শিক্ষার্থীদের অন্যদের সাথে প্রতিযোগিতা করানো এবং তাদের এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু বিরোধী দল এই বিষয়টা নিয়ে সংখ্যালঘুদের উত্তেজিত করার চেষ্টা করবে।কিন্তু যোগী সরকারের পূর্ণবিশ্বাস মাদ্রাসাতে গণিত ও বিজ্ঞান যুক্ত করার সিদ্ধান্ত সফল হবে কারণ ইতিমধ্যে ১৬,৫০০ মাদ্রসা অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অনলাইনএ নিবন্ধিত হয়েছে।এটাই ইঙ্গিত দেয় যে সংখ্যালঘুরা যোগী সরকারের এই সিদ্ধান্তের জন্য প্রস্তুত।আপনাদের জানিয়ে রাখি প্রায় প্রতিটি সম্প্রদায় যোগী সরকারের সমর্থন করেছেন।মে মাসে যোগী বলেন, অনেক মুসলিম সংগঠন রাম মন্দির তৈরির জন্য ভুমিদানে প্রস্তুত।প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী যখন দিল্লির সিংহাসনে বসেন তখন বিরোধী দল রটিয়েছিল ,সংখ্যালঘুরা বিশেষত মুসলিমরা তাঁর অধীন নিরাপদ নয়,কিন্তু তার কয়েক মাসে শাসনের মধ্যেই রটানো আখ্যা মিথ্যা প্রমাণিত হয়।এই একই ধরণের অপ্রচার রটানো হয় যখন যোগিজি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসেন।

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

ফিরহাদ হাকিম করলেন দেশের অপমান! POK ও অক্সাই চীনকে বাদ দেওয়া ভারতের মানচিত্রকে করলেন প্রমোট

ওমর আবদুল্লাহর নতুন ছবি দেখে দুঃখ পেলেন মমতা ব্যানার্জী! বললেন গণতান্ত্রিক দেশে এ কি অবস্থা