হিন্দুস্থানেই 'সংখ্যালঘু' হিন্দুরা,বঞ্চিত অধিকার থেকে:দ্বারস্থ সুপ্রিম কোর্টের

ডেস্ক: হিন্দুরা হয়ে পড়ছে সংখ্যালঘু ।এক আধটা রাজ্যে নয়,দেশের ৮ টি রাজ্যে সংখ্যালঘু হিন্দুরা তাই হিন্দুদের সংখ্যালঘু মর্যাদা দেওয়া হোক বলে দাবি বিজেপি নেতার।হিন্দুদের সংখ্যালঘু মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় শীর্ষ আদালতে মামলা করেছেন।ওনার দাবি অনুযায়ী ২০১১ সালের জনগননার সংখ্যা তুলে ধরেন।পরিসংখ্যান অনুযায়ী ,লাক্ষাদ্বীপ(২.৫),মিজোরাম(২.৭৫),নাগাল্যান্ড(৪.৭৫),মেঘালয়(১১.৫৩),পাঞ্জাব(৩৮.৪০) এবং জম্মু-কাশ্মীর(২৮.৪৪) হিন্দুরা সংখ্যালঘু। শুধু হিন্দুদের পক্ষে প্রশ্ন করেই থেমে থাকেননি তিনি।পশ্চিমবঙ্গ, বিহার,উত্তরপ্রদেশ,অসম এই রাজ্য গুলিতে প্রচুর পরিমানে মুসলিম থাকা সত্ত্বেও কেন তাদের সংখ্যালঘু মর্যাদা দেওয়া হচ্ছে এই নিয়েও প্রশ্ন করেন তিনি ।উপাধ্যায় এর অভিযোগ হিন্দুদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে লাক্ষাদ্বীপ, মিজোরাম এর মতো রাজ্য গুলিতে।ফলে অবমাননা করা হচ্ছে সংবিধানের।

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

ফিরহাদ হাকিম করলেন দেশের অপমান! POK ও অক্সাই চীনকে বাদ দেওয়া ভারতের মানচিত্রকে করলেন প্রমোট

ওমর আবদুল্লাহর নতুন ছবি দেখে দুঃখ পেলেন মমতা ব্যানার্জী! বললেন গণতান্ত্রিক দেশে এ কি অবস্থা