কলকাতার বৌববাজার ধসে পড়ছে; 1 টি মৃত, উদ্ধার অভিযান চলছে

কলকাতা: কলকাতার ভিড়ের বৌবাজার মঙ্গলবার এক পুরাতন ভবন ধসে পড়েছে অন্তত এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছে।



এএনআইয়ের মতে, এই ঘটনায় কমপক্ষে তিনজন মানুষ গুরুতর আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে, স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ শুরু করেছে। আরো মানুষ ধ্বংসাবশেষ ভিতরে আছে বলে করা হচ্ছে।


গত 1 সেপ্টেম্বর দক্ষিণ মুম্বাইয়ের ভেন্দী বাজার এলাকায় 117 বছরের পুরনো পাঁচমাছড়ি আবাসিক ভবন ধসে পড়লে 33 জন নিহত হয়েছেন এবং 14 জন আহত হয়েছেন।





[বি: দ্র:~ সুপ্রভাত.ইন ,বাংলাতে প্রকাশিক নতুন ব্লগ এ আপনাকে স্বাগত , আপনাদের প্রতি অনুরোধ আমাদের ব্লগ এ আপনার ইমেইল টি সাবস্ক্রাইব করুন পরবর্তী পোস্ট সর্বপ্রথম পেতে । আপনি Google Chrome ব্যবহারকারী হলে , লাল ঘন্টা বোতাম এ টিপে সাবস্ক্রাইব করে দিন। আমাদের পোস্ট গুলি ভালো লাগলে আপনাদের সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করুন ]



Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

ফিরহাদ হাকিম করলেন দেশের অপমান! POK ও অক্সাই চীনকে বাদ দেওয়া ভারতের মানচিত্রকে করলেন প্রমোট

ওমর আবদুল্লাহর নতুন ছবি দেখে দুঃখ পেলেন মমতা ব্যানার্জী! বললেন গণতান্ত্রিক দেশে এ কি অবস্থা